নতুন মহাপরিচালক পেল পানি উন্নয়ন বোর্ড
পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ। সোমবার তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।
মহাপরিচালক হিসেবে যোগদানের আগে তিনি পাউবোর পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
মো. এনায়েত উল্লাহ ১৯৮৯ সালে বর্তমানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করেন। ১৯৯৩ সালে পাউবোর সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি ডিজাইন দপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করেছেন।
১৯৬৭ সালে জন্ম নেওয়া এ কর্মকর্তা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের আজীবন সদস্য। দীর্ঘ ৩৩ বছরের চাকরিজীবনে পৃথিবীর বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ সভা–সেমিনারে অংশ নেন।