‘স্টাডি ইন কানাডা স্কলারশিপ’ পেলেন ইউআইইউর দুই শিক্ষার্থী
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) দুই শিক্ষার্থী স্টাডি ইন কানাডা স্কলারশিপ (এসআইসিএস) পেয়েছেন। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপের প্রতিটির মূল্য ১০ হাজার ২০০ কানাডীয় ডলার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দুই শিক্ষার্থী হলেন বিবিএ বিভাগের খাদিজা খান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মাহফুজুর রহমান। তাঁরা স্কলারশিপ পেয়েছেন কানাডার লেকহেড ইউনিভার্সিটিতে। এই স্কলারশিপ পাওয়ার প্রক্রিয়াটিতে সব ধরনের সহযোগিতা করেছে ইউআইইউর সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড কো-অপারেশন (সিআইএসি)।
ইউআইইউর উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আবুল কাশেম মিয়া দুই শিক্ষার্থীর সাফল্য কামনা করেছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের ভবিষ্যতে এ ধরনের স্কলারশিপ অর্জনে নিজেদের প্রস্তুত করতে উৎসাহিত করেছেন।