সমৃদ্ধ-শান্তিপূর্ণ দেশ গঠনে কাজ করতে আনসার সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: বাসস ফাইল ছবি

সমৃদ্ধ-উন্নত বাংলাদেশ গঠনে সততা-সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে জনগণ ও বিনিয়োগের নিরাপত্তা বিধানে, শান্তি বজায় রাখতে কাজ করার জন্য আনসার ও ভিডিপির সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ উপলক্ষে আজ সোমবার সকালে গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আমি আপনাদের বলব, আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলকে কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে কাজ করতে হবে।’

আনসার-ভিডিপির সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সর্ববৃহৎ বাহিনী হিসেবে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। জননিরাপত্তা রক্ষায় যেকোনো অশুভ তৎপরতার মোকাবিলা করতে হবে। এবং সততা, সাহস ও আন্তরিকতার সঙ্গে আপনারা সেটা রুখে দাঁড়াবেন।’

শেখ হাসিনা বলেন, ‘জনগণ ও বিনিয়োগের শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখা আপনাদের পবিত্র দায়িত্ব। দেশের সার্বিক উন্নয়নের পূর্বশর্ত স্থিতিশীল রাজনৈতিক অবস্থা ও অর্থনৈতিক পরিবেশ এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতা। সেই পরিবেশ রক্ষার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের জাতীয় যেকোনো প্রয়োজনে আনসার বাহিনীর সদস্যদের আহ্বান করা হয়। তাঁরা দায়িত্ব পালন করেন। বিভিন্ন দূতাবাস থেকে শুরু করে গুরুত্বপূর্ণ এলাকায় আমাদের আনসার বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট নুরুল হাসান ফরিদী অনুষ্ঠান স্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৮০ জন আনসার ও ভিডিপি সদস্যের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পদক বিতরণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন। তিনি কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। সুসজ্জিত প্যারেড তাঁকে রাষ্ট্রীয় সালাম জানায়। পরে তিনি কোরিওগ্রাফি ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।