বাংলা নববর্ষ: মঙ্গল শোভাযাত্রা শুরু সোয়া ৯টায়

মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সংবাদ সম্মেলনছবি: প্রথম আলো

বাংলা নববর্ষ ১৪৩১ উদ্‌যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে আগামীকাল রোববার সকাল সোয়া ৯টায় শুরু হবে মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি ঢাকা ক্লাব ও শিশুপার্কের সামনে হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গিয়ে শেষ হবে। বিকেল পাঁচটায় নববর্ষের কার্যক্রম শেষ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ শনিবার দুপুরে চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল এসব তথ্য দিয়েছেন। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য করা হয়েছে ‘আমরা তো তিমিরবিনাশী’। নতুন বছরকে বরণের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলেও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

উপাচার্য বলেন, রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান থেকে এসে অনেকেই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে চান। এ জন্য সকাল ৯টার পরিবর্তনে সোয়া ৯টায় শোভাযাত্রা শুরু করা হবে। শোভাযাত্রা শেষে বকুলতলায় গানের অনুষ্ঠানের আয়োজন করা হবে, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। মঙ্গল শোভাযাত্রায় এবার কোনো বাণিজ্যিক প্রচারণা চালানো যাবে না।

মঙ্গল শোভাযাত্রায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা না করার আহ্বান জানিয়ে এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘গত বছরও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করা হয়েছিল। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। মঙ্গল শোভাযাত্রার মূল স্পিরিট (চেতনা) অতীতেও বিঘ্নিত হয়নি, এবারও হবে না আশা করি।’

পয়লা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজেলা বাজানো ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানান উপাচার্য এ এস এম মাকসুদ কামাল।

এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘মঙ্গল শোভাযাত্রার গাম্ভীর্য ও সৌন্দর্যকে যাতে করে রক্ষা করা যায়, সে জন্য গত বছর শোভাযাত্রার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যা কম ছিল। এবারও আমরা সহযোগিতা পাব। তবে নিরাপত্তার জন্য পর্যাপ্ত প্রস্তুতি থাকবে।’