ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে এ সাক্ষাৎ হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক টুইট বার্তায় এ তথ্য জানান। টুইট বার্তায় রাষ্ট্রপতি ভবনের সচিবালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তি যুক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানান দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, ‘অভিন্ন ইতিহাস, ভাষা ও সংস্কৃতি আমাদের একে অপরের সঙ্গে যুক্ত করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।’
সাক্ষাৎকালে দ্রৌপদী মুর্মু বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী দুই দেশ যেভাবে উদ্যাপন করেছে, তা সত্যিকার অর্থে অনন্য ছিল। তিনি বলেন, ঐতিহাসিক এই উদ্যাপনে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফর দেখিয়েছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত কতটা গুরুত্ব দেয়।
আর্থসামাজিক খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় বাংলাদশের প্রশংসা করেন ভারতের রাষ্ট্রপতি। এ সময় বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় নির্ভরযোগ্য সহযোগী হিসেবে ভারতের সহায়তা অব্যাহত রাখার কথা বলেন তিনি।
ভারতের রাষ্ট্রপতি বলেন, দুই দেশের সম্পর্ক সব সময় সহযোগিতার মনোভাব ও পারস্পরিক আস্থার মাধ্যমে পরিচালিত হয়েছে। করোনা মহামারি ও বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে বৈশ্বিক সংকট মোকাবিলার জন্য ভারত ও বাংলাদেশের অর্থনৈতিকভাবে আরও বেশি সম্পৃক্ত থাকা প্রয়োজন।
এদিন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।