আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় পদচারি সেতুর ভিত্তি স্থাপন

রাজধানীর আফতাবনগরে পদচারি সেতুর ভিত্তি স্থাপন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম
ছবি: সংগৃহীত

রাজধানীর আফতাবনগরে ‘ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়’ পদচারি সেতুর ভিত্তি স্থাপন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। সেতুটি আফতাবনগরের সঙ্গে হাতিরঝিলের মেরুল বাড্ডা প্রান্তের সংযোগ স্থাপন করবে।

এ উপলক্ষে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রায় চার কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হচ্ছে। ছয় মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন সৈয়দ মঞ্জুর এলাহী, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান, উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী এবং দুজন স্থানীয় কাউন্সিলর।  এ সময় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।