সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল মালয়েশিয়ার শ্রমবাজার: ‘চক্রে’ ঢুকে চার সংসদ সদস্যের ব্যবসা রমরমা প্রতিবেদনটি। পাশাপাশি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে নিয়ে করা খবরটিতেও পাঠকের আগ্রহ ছিল। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

মালয়েশিয়ার শ্রমবাজার: ‘চক্রে’ ঢুকে চার সংসদ সদস্যের ব্যবসা রমরমা

বিদেশে কর্মী পাঠাতে ২০১৮ সালের ডিসেম্বরে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নেন ফেনী থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। তাঁর প্রতিষ্ঠানের নাম স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড। লাইসেন্স নেওয়ার সাড়ে তিন বছরে মাত্র ১০০ কর্মী বিদেশে পাঠায় তারা। অবশ্য ‘মালয়েশিয়া সিন্ডিকেটে’ বা চক্রে যোগ দেওয়ার পর গত দেড় বছরে দেশটিতে প্রায় ৮ হাজার কর্মী গেছেন নিজাম হাজারীর এজেন্সির নামে। বিস্তারিত পড়ুন...

বেনজীর কেন খরচের খাতায়

সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে সফরে এসেছিলেন ডোনাল্ড লু। বাংলাদেশের রাজনীতিতে তিনি এতটাই পরিচিত যে তাঁর নাম বললেই হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে তাঁর পদ-পদবি কী, তা উল্লেখ না করলেও চলে। বাংলাদেশে এসে তিনি প্রকাশ্যে যেসব কথাবার্তা বললেন, তাতে সরকারি দলের খুশি না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু লু দেশে ফিরে যেতে না যেতেই এল সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘোষণা। বিস্তারিত পড়ুন...

শাকিবের শুভেচ্ছাবার্তায় ‘স্ত্রী’ লেখার কারণ জানালেন অপু বিশ্বাস

শাকিব খান ও অপু বিশ্বাস
কোলাজ

২৮ মে চলচ্চিত্রে ২৫ বছর পার করলেন ঢাকাই ছবির নায়ক শাকিব খান। তাঁর অনেক সহশিল্পী থেকে শুরু করে অগণিত ভক্ত-দর্শক ও শুভাকাঙ্ক্ষী দিনটিকে ধরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় তাঁর সাবেক স্ত্রী অপু বিশ্বাসও আছেন। ছোট্ট স্ট্যাটাসের মাধ্যমে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী। তবে সেই স্ট্যাটাস পড়তে গিয়ে কারও কারও কাছে একটি শব্দ ঘিরে রহস্যও জাগতে পারে। বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র দিয়ে রাফায় শরণার্থীদের তাঁবুতে হামলা চালায় ইসরায়েল

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভের একপর্যায়ে পুলিশের বেষ্টনী ভাঙার চেষ্টা এক নারীর। গতকাল মেক্সিকোতে ইসরায়েল দূতাবাসের বাইরে
রয়টার্স

ফিলিস্তিনের গাজার রাফায় শরণার্থী তাঁবুতে চালানো হামলায় যুক্তরাষ্ট্রের দেওয়া বোমা ব্যবহার করেছিল ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বিশ্লেষণে এমনটা উঠে এসেছে। গত রোববার রাতের ওই হামলায় ২৩ শিশু, নারী, বয়োবৃদ্ধসহ কমপক্ষে ৪৫ জন নিহত হন। আহত হন ২০০ জনের বেশি। হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা জিবিইউ-৩৯ বোমা ব্যবহার করেছিল ইসরায়েলি বাহিনী। বিস্তারিত পড়ুন...

ডর্টমুন্ডে নেই ব্রাজিলিয়ান, তাহলে কি রিয়ালই চ্যাম্পিয়ন

২০০৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতি বছরই কোনো না কোনো ব্রাজিলিয়ান ফুটবলার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন
কোলাজ : প্রথম আলো

বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমী প্রতিবছর যে বিশেষ ম্যাচটি দেখার অপেক্ষায় থাকেন, সেই ম্যাচ আসতে মাত্র দুই দিন বাকি। আগামী শনিবার রাতে লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন