ঝালকাঠির আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেতা মোহাম্মদ হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে উত্তরার বিএনএস সেন্টারের ষষ্ঠ তলায় স্টার প্লাস হোটেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা একটি মামলায় হাবিবুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, হাবিবুর রহমান বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঝালকাঠি জেলার সদর থানার দায়ের করা তিনটি মামলার এজাহারভুক্ত আসামি।
ঝালকাঠি সদর থানার অনুরোধের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঝালকাঠি জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ থাকা) সাংগঠনিক সম্পাদক। তাঁকে ঝালকাঠি সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।