চট্টগ্রামে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আজ রোববার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।
প্রথমে শহীদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। এরপর শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার আমিনুর রহমান, নগর পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরির্দশক (ডিআইজি) আনোয়ার হোসেন, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, শহীদদের রক্তে স্নাত বঙ্গবন্ধুর এই বাংলাদেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পাশাপাশি, রাজাকার–আলবদরদের বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছে আওয়ামী লীগ।
এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক–সাংস্কৃতিক সংগঠন দলমত–নির্বিশেষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, মহানগর বিএনপি, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ছাত্রদল, কমিউনিস্ট পার্টি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
এদিকে সকালে এম এ আজিজ স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন বিভাগীয় কমিশনার মো. আমিনুর রহমান। আনসার-ভিডিপিসহ নগরের বিভিন্ন স্কুল–কলেজ, স্কাউট ও গার্লস গাইডের সদস্যরা কুচকাওয়াজে অংশ নেন।