বৈমানিকের মৃত্যুর বিষয়ে তদন্তের আবেদন নিষ্পত্তির নির্দেশ

সুপ্রিম কোর্ট
ফাইল ছবি

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বেসরকারি বিমান সংস্থা গালফ এয়ারের বৈমানিক ক্যাপ্টেন মোহান্নাদ ইউসেফ হাসান আল হিন্দির মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ তদন্ত করতে স্বাস্থ্য অধিদপ্তরে করা আবেদনটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ওই বৈমানিকের বোনের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলসহ এ আদেশ দেন।

মোহান্নাদ ইউসেফ জর্ডানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক। রিট আবেদনকারী পক্ষ জানায়, ইউনাইটেড হাসপাতালে ভর্তির পর গত বছরের ১৪ ডিসেম্বর মৃত্যু হয় ইউসেফের। ভাইয়ের মৃত্যুতে হাসপাতালটির চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে ইউসেফের বোন তালা এলহেনডি গত ৪ মার্চ তদন্তের জন্য স্বাস্থ্য পরিষেবার মহাপরিচালক বরাবর আবেদন দেন। এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ না দেখে ৬ জুন রিটটি করেন তালা এলহেনডি।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

পরে আইনজীবী সাকিব মাহবুব জানান, তদন্ত চেয়ে করা আবেদনটি আদালতের আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তদন্ত শেষ হওয়ার সাত দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।