অস্ট্রিয়ায় নতুন রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম
পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়ামকে সরকার অস্ট্রিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূতের পদে নিয়োগ দিয়েছে। সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা আসাদ আলম বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্সপেক্টর জেনারেল অব মিশনসের দায়িত্ব পালন করছেন। তিনি ভিয়েনায় মোহাম্মদ আবদুল মুহিতের পদে স্থলাভিষিক্ত হবেন।
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫ ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়াম ১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি এর আগে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ম্যানিলায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি রাষ্ট্রাচারপ্রধান ছিলেন। এ ছাড়া তিনি ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির রেক্টর এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের দপ্তরের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
আসাদ আলম সিয়াম বিদেশে দায়িত্ব পালনের সময় মিলানে কনসাল জেনারেল ছিলেন। এ ছাড়া তিনি ব্যাংকক, জাকার্তা ও ম্যানচেস্টার মিশনের বিভিন্ন পদে কাজ করেছেন। স্থাপত্য বিদ্যায় স্নাতক ডিগ্রিধারী আসাদ আলম সিয়াম নেদারল্যান্ডসের মাশট্রিখট ইউনিভার্সিটি থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আসাদ আলম সিয়াম বিবাহিত এবং এক কন্যাসন্তানের বাবা।