চট্টগ্রাম বন্দরে কোটি টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম বন্দর
ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। এসব সিগারেটের আমদানি মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টমসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের জং শিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে চীন থেকে ওই কনটেইনারটি আনা হয়। সেটিতে টেক্সটাইল পণ্য আমদানি করা হয়েছে বলে জানানো হয়েছিল। তবে চালানটি নিয়ে সন্দেহ হয় অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ শাখার কর্মকর্তাদের।

কনটেইনারটি খুলে দেখা যায় সেটিতে ১ লাখ ৬৯ হাজার শলাকা সিগারেট রয়েছে। এসব সিগারেটের শুল্ক ও কর ৭ কোটি ১৩ লাখ টাকা। শুল্ক ও কর ফাঁকি দিতেই শিল্পের কাঁচামালের নামে সিগারেট আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস।

জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার মো. সাইফুল হক প্রথম আলোকে বলেন, অসত্য ঘোষণায় পণ্য আমদানির ঘটনায় প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।