শাহজালাল বিমানবন্দরে রোমিং সুবিধা চালু করেছে গ্রামীণফোন

গ্রাহকদের সেবা দিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি রোমিং কিয়স্ক বসিয়েছে গ্রামীণফোন
ছবি: সংগৃহীত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোমিং সুবিধা চালু করেছে মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোন। বিমানবন্দরে তারা একটি রোমিং কিয়স্ক বসিয়েছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে গ্রামীণফোন। এতে বলা হয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জে একটি কিয়স্ক সার্ভিস চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা দেশের বাইরে যাওয়ার আগে আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু করতে পারবেন এবং দেশের বাইরে যাওয়ার আগে আন্তর্জাতিক রোমিং সম্পর্কিত অন্যান্য সেবাও গ্রহণ করতে পারবেন। গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে কিয়স্কে সেবা সহকারী থাকবেন।


গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, এই কিয়স্কের মাধ্যমে গ্রামীণফোনের যেসব গ্রাহক দেশের বাইরে ভ্রমণ করছেন, তাঁদের কানেকটিভিটি ও ডিজিটাল সেবাসংক্রান্ত সেবা প্রদান করা হবে। স্মার্ট বাংলাদেশ লক্ষ্য অর্জনে সক্রিয়ভাবে অবদান রাখতে তাঁরা কাজ করে যাচ্ছেন।

কিয়স্ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশিদ ও হেড অব সেলস অ্যান্ড কাস্টমার ম্যানেজমেন্ট আওলাদ হোসেন।