ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের নিবন্ধন শুরু

শুরু হয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪-এর নিবন্ধন

ডাচ্‌–বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪–এর নিবন্ধন শুরু হয়েছে। অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীদের https://online.matholympiad.org.bd সাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। নিবন্ধন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

ইন্টারনেট–সংবলিত একটি ডিজিটাল যন্ত্র, যেখানে ওয়েব ব্রাউজ করার ব্যবস্থা আছে যেমন স্মার্টফোন, ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিউটারের মাধ্যমে নিবন্ধন করা যাবে।

অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে—প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান), সেকেন্ডারি (নবম, দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান) ও হায়ার সেকেন্ডারি (একাদশ, দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান)। ২০২৩ সালে শিক্ষার্থীরা যে শ্রেণিতে ছিল, সে অনুযায়ী তার ক্যাটাগরি নির্ধারিত হবে। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের জন্য এই নিয়ম প্রযোজ্য।

পূর্ববর্তী বছরগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যও নিবন্ধন করা বাধ্যতামূলক
ফাইল ছবি

আয়োজকেরা জানিয়েছেন, পূর্ববর্তী বছরগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যও নিবন্ধন করা বাধ্যতামূলক। ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ সালে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অ্যাকাউন্টে লগইন করে, নিজ নিজ তথ্য হালনাগাদ করে ২০২৪ সালের জন্য নিবন্ধন সম্পন্ন করতে পারবে।

নিবন্ধন করার সময় পুরোনোরা ‘২০২০ থেকে ২০২৩ সালে অংশগ্রহণকারী’ বাটনে ক্লিক করতে হবে এবং প্রথমবারের মতো যারা অংশগ্রহণ করবে, তাদের ‘প্রথমবার অংশগ্রহণকারী’ বাটনে ক্লিক করতে হবে। সব তথ্য পূরণ করে অনলাইন নিবন্ধন ফরম সাবমিট করা হলে, নিবন্ধিত ই–মেইলে শিক্ষার্থীর ইউজার নেম, পাসওয়ার্ডসহ বিস্তারিত তথ্য চলে যাবে।

এ ছাড়া চলতি বছরের সারা দেশের পুরো নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর নিবন্ধনকারীদের ই–মেইলে আঞ্চলিক অলিম্পিয়াডের প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) পাঠানো হবে। সেখানে আঞ্চলিক অলিম্পিয়াডের তারিখ, সময়, ভেন্যুসহ বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে।

যেকোনো প্রয়োজন বা জিজ্ঞাসা থাকলে [email protected] এই ঠিকানায় ই–মেইল করে (নিজের নাম, নিবন্ধন নম্বর/ ইউজার নেম, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাস উল্লেখ করে) যোগাযোগ করতে পারবে।

গণিত অলিম্পিয়াডের বাঁধাধরা কোনো সিলেবাস নেই। বিগত বছরের প্রশ্ন দেখলে সিলেবাসের বিষয়ে ধারণা পাওয়া যাবে। সমস্যাগুলোকে মূলত কয়েকটি ভাগে ভাগ করা যায়—জ্যামিতি, বীজগণিত, সংখ্যাতত্ত্ব, গণনাতত্ত্ব ইত্যাদি।

গণিত উৎসবের সব খবর পাওয়া যাবে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট https://matholympiad.org.bd/, অফিশিয়াল ফেসবুক পেজ facebook.com/BdMOC এবং গ্রুপে facebook.com/groups/BdMOC।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসবের আয়োজন করছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।