চুক্তির বিষয়টি অনুসন্ধানে কমিটি গঠনের তথ্য আদালতকে জানানো হলো

হাইকোর্ট ভবনফাইল ছবি

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উত্তরা মেট্রোরেল ডিপোতে অবস্থিত ৭ হাজার ৫৮০ বর্গফুট স্টাফ ক্যানটিন মাসিক এক হাজার টাকা ভাড়ায় পরিচালনার জন্য চুক্তি হয়। সেই চুক্তি সম্পাদনের বিষয়ে অনুসন্ধানের জন্য দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ রোববার এই তথ্য তুলে ধরেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের আইনজীবী। কমিটি গঠনের তথ্য জানিয়ে প্রতিবেদন দাখিলের জন্য দুই সপ্তাহ সময়ের আরজি জানান আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে আদালত এক সপ্তাহ সময় মঞ্জুর করেন।

কমিটি গঠনসংক্রান্ত গত ২৩ এপ্রিলের এক অফিস আদেশের তথ্যমতে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব এ কে এম শামীম আক্তারকে আহ্বায়ক করে দুই সদস্যবিশিষ্ট কমিটি করা হয়। কমিটিতে সদস্য হিসেবে আছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এমআরটি অধিশাখার যুগ্ম সচিব নাজনীন ওয়ারেস। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এর আগে ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (স্টোর ও প্রকিউরমেন্ট) মো. নজরুল ইসলামের গত ১৪ মার্চ সই করা এক স্মারকে ক্যানটিন পরিচালনার জন্য চুক্তি সম্পাদনে খন্দকার এন্টারপ্রাইজ বরাবর নোটিশ দেওয়া হয়। চুক্তি সম্পাদনের ওই নোটিশের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ গত ২০ মার্চ রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২১ মার্চ রুলসহ আদেশ দেন। ডিএমটিসিএল উত্তরা মেট্রোরেল ডিপোতে অবস্থিত ৭ হাজার ৫৮০ বর্গফুট স্টাফ ক্যানটিন মাসিক এক হাজার টাকা ভাড়ায় পরিচালনার জন্য চুক্তি সম্পাদনের বিষয়ে অনুসন্ধান করতে নির্দেশ দেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে অনুসন্ধান করে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি ওঠে।

অনুসন্ধানের জন্য দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে আদালতকে জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের আইনজীবী মাসুদ হাসান চৌধুরী। রিটের পক্ষে ছিলেন আবেদনকারী আইনজীবী তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।  

১৪ মার্চের স্মারকের ভাষ্য, এক হাজার টাকা মাসিক ভাড়ায় এক বছরের জন্য ভ্যাট ও আয়কর ব্যতীত সর্বমোট ১২ হাজার টাকা মূল্যে ওই ক্যানটিন পরিচালনার উদ্দেশে ১ জানুয়ারি ২০২৪ তারিখে দরপত্র দাখিল করে খন্দকার এন্টারপ্রাইজ। দরপত্রটি ডিএমটিসিএলের কাছে গ্রহণযোগ্য বিবেচিত হয়। নোটিশ জারি করার সাত দিনের মধ্যে তিন বছরের জন্য চুক্তি করতে সম্মত রয়েছে বলে খন্দকার এন্টারপ্রাইজকে লিখিতভাবে জানাতে বলা হয়।