চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিনে বাসের ধাক্কায় ৩ জনের নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

গ্রেপ্তার বাসচালক খোরশেদ আলম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিনে বাসের ধাক্কায় তিনজন নিহত হওয়ার মামলায় সেই মিনিবাস চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম খোরশেদ আলম (৩০)। গতকাল রোববার রাতে ফটিকছড়ির দাতমারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী প্রথম আলোকে বলেন, চালক খোরশেদ আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

৬ মার্চ রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বিমানবন্দর সড়কের মেঘনা অয়েলের সামনে ট্রেনের চলন্ত ইঞ্জিনকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে আজিজুল হক নামের একজন রেলওয়ের পয়েন্টসম্যান হিসেবে কর্মরত ছিলেন। অপর দুজন ছিলেন বাসের যাত্রী। তাঁরা হলেন—একটি পোশাক কারখানার কোয়ালিটি সুপারভাইজার আসাদ্দুজামান তোরাব (৩০) ও মিল্টন কান্তি দে (২৫)। এই ঘটনায় বাসচালককে আসামি করে রেলওয়ে থানায় মামলা হয়।