চুয়েটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উদ্যাপন করা হয়েছে।
বর্ষবরণ উপলক্ষে আজ শুক্রবার সকালে চুয়েট ক্যাম্পাসে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের উপাচার্য রফিকুল আলম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী, শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রাটি উপাচার্য ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গোল চত্বর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। এ সময় উপাচার্য রফিকুল আলম উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, পয়লা বৈশাখে বর্ষবরণ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব আমাদের সাম্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখায়।
এ সময় আরও বক্তব্য দেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. মইনুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন মোহাম্মদ মশিউল হক, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন মোহাম্মদ কামরুল হাছান, ছাত্রকল্যাণ পরিচালক মো. রেজাউল করিম এবং স্টাফ ওয়েলফেয়ার কমিটির সভাপতি জামাল উদ্দিন আহাম্মদ।