শিশুদের নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে ‘প্যারেন্টাল ম্যানুয়াল’

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে প্যারেন্টাল ম্যানুয়াল তৈরি করেছে সরকারি প্রতিষ্ঠান বিটিআরসি ও সিসিমপুর
ছবি: সংগৃহীত

হাতে থাকা মুঠোফোন, ল্যাপটপ অথবা ট্যাব দিয়ে অনলাইনে শিশুরা কতটুকু কী করতে পারবে, সে সম্পর্কিত একটি গাইডলাইন অর্থাৎ নির্দেশিকা তৈরি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও সিসিমপুর। অনলাইন দুনিয়াকে শিশুদের জন্য নিরাপদ করতে অভিভাবকদের সচেতনতা তৈরির জন্য এই নির্দেশিকা তৈরি করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে বিতরণের জন্য শুক্রবার অমর একুশে বইমেলার শিশু চত্বরের সিসিমপুর কিডস কর্নার মঞ্চে নির্দেশিকাটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, অভিভাবকদের জন্য গাইডলাইনটি তৈরি করেছেন তথ্যপ্রযুক্তিবিশেষজ্ঞ, শিশুবিশেষজ্ঞ ও প্রযুক্তি বিষয়ে বিশেষজ্ঞরা। এ নির্দেশিকায় শিশুদের জন্য ইন্টারনেটে ঝুঁকির নানা দিক চিহ্নিত করার পাশাপাশি অভিভাবকেরা কীভাবে এসব বিষয় থেকে সন্তানদের নিরাপদে রাখবেন সে বিষয়ে পরামর্শও দেওয়া হয়েছে। সিসিমপুর জানায়, দেশের বিভিন্ন স্কুলে বিতরণের জন্য এটি তৈরি করা হয়েছে। এ ছাড়াও এটি বিটিআরসির ওয়েবসাইট এবং সিসিমপুরের অ্যাপেও পাওয়া যাবে।

সেফ ইন্টারনেট অ্যান্ড আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এবং ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশনের অর্থায়নে এই গাইডলাইন তৈরি করা হয়েছে।

অভিভাবকদের জন্য এই নির্দেশিকার উদ্বোধন করেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম, প্রোগ্রাম ও বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক আবু সাইফ আনসারী ও পরিচালক কনটেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ সার্ভিসেস নাসরিন আক্তার।