আইসিসি মুট কোর্টে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অনন্য অর্জন

‘স্পিরিট অব দ্য কমপিটিশন’ অ্যাওয়ার্ড অর্জনের বিষয়টি জানাতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মিট দ্য প্রেসের আয়োজন করা হয়। ঢাকা, ৩০ জুন ২০২৫ছবি: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে

আইসিসি মুট কোর্ট কমপিটিশনে (আইসিসিএমসিসি) ‘স্পিরিট অব দ্য কমপিটিশন’ অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে ১১ থেকে ১৮ জুন এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এ অর্জনের বিষয়টি জানাতে গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে শুধু প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রতিনিধিদল অংশ নেয়। এই দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সৈয়দ মাহিন, মাহবুবুর রহমান, সোনালী রাজবংশী ও দীপান্বিতা চাকমা। দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সাল সাবিল চৌধুরী এবং সহকারী কোচ ছিলেন মো. রাফি ইবনে মাসুদ।

প্রতিযোগিতায় ৪৫টি দেশের ৮৮টি দল আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আদলে গঠিত কোর্ট রুমে তর্কবিতর্কে অংশ নেয়। এতে আন্তর্জাতিক ফৌজদারি আইন, মানবাধিকার ও বিচারপ্রক্রিয়ার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন শিক্ষার্থীরা।

গতকাল ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, ‘আইনের মতো জটিল বিষয়ে আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিভা তুলে ধরেছে, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।’ বিভাগীয় প্রধান মো. দিদারুল ইসলাম ভূঁইয়া বলেন, এ অর্জন শুধু ব্যক্তিগত নয়; বরং বাংলাদেশের আইনশিক্ষার জন্য গৌরবের।

উল্লেখ্য, ২০২৪ সালের সামার সেমিস্টারে যাত্রা শুরু করা বিভাগটিতে বর্তমানে এলএলবি প্রোগ্রামে ১১৯ ও এলএলএম প্রোগ্রামে ৬৯ শিক্ষার্থী অধ্যয়নরত।