বাংলাদেশে মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ আছে ইইউর

ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইয়ামোন গিলমোর
ফাইল ছবি: এএফপি

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি, নাগরিক সমাজ ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উদ্বেগ রয়েছে। ঢাকা সফররত ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইয়ামোন গিলমোর এসব তথ্য জানিয়েছেন।

আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইয়ামোন গিলমোর বলেন, ‘বাংলাদেশে বিদ্যমান মানবাধিকার পরিস্থিতি, সুশীল সমাজ সংগঠনের জন্য পরিবেশ এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয় নিয়ে আমাদের কিছু উদ্বেগ রয়েছে। আজ ও কাল এসব বিষয় নিয়ে বাংলাদেশের মন্ত্রী ও সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। এরপর সার্বিক পরিস্থিতি সম্পর্কে ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নের জন্য প্রতিবেদন তৈরি করব।’

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেছেন ইয়ামোন গিলমোর। এ প্রসঙ্গে ইউরোপের বাজারে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক সুবিধার (জিএসপি) কথা তুলে ধরেন তিনি। আগামীতে বাংলাদেশ জিএসপি প্লাস সুবিধা পেতে চাইলে শ্রমিক অধিকারসহ মানবাধিকার সুরক্ষার বিষয়গুলোতে নজর দিতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের কেন্দ্রে মানবাধিকারের বিষয়টি রয়েছে বলে উল্লেখ করেন ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইয়ামোন গিলমোর। ইইউ বাংলাদেশে শ্রমিকদের উন্নত কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও সার্বিক মানবাধিকার পরিস্থিতির উন্নতি চায় বলে জানান তিনি।

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান নিয়েও ইয়ামোন গিলমোরকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশে নির্বাচনের পরিবেশ দেখতে ইতিমধ্যে আমাদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। তাঁরা এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে ইইউর উচ্চপর্যায়ের প্রতিনিধিকে দেবে। এরপর তিনি সিদ্ধান্ত নেবেন, ইইউ বাংলাদেশে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে নাকি, পাঠাবে না।’

বৈঠক শেষে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর) হেফাজতে মৃত্যু ও গুম নিয়ে কাজ করছে কমিশন। এসব ঘটনা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। বিদেশিদের কাছে ভাবমূর্তি নষ্ট করে। নির্বাচন নিয়ে তেমন কিছু আলোচনা হয়নি। তবে নির্বাচনে এমন কিছু করা যাবে না, যাতে আমাদের দেশের ইমেজ নষ্ট হয়।’

ছয় দিনের সফরে গতকাল সোমবার ঢাকায় এসেছেন ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইয়ামোন গিলমোর। সফরে মানবাধিকার বিষয়ে মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এ ছাড়া কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করার কথা রয়েছে।