বিজয় মিছিল না করা, সহিংসতা থেকে বিরত থাকার নির্দেশ আওয়ামী লীগের

আওয়ামী লীগ

নির্বাচনে ফলাফল ঘোষণার পর কোনো ধরনের বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।

দলের নেতাদের দেওয়া এক সাংগঠনিক নির্দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, অন্য প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকদের সঙ্গে সহিংসতা বা আত্মকলহে লিপ্ত না হওয়ার জন্যও নির্দেশনা দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে শতাধিক আসনে আওয়ামী লীগের প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন দলের নেতারা, যাঁরা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।

আওয়ামী লীগের দলের নেতাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ২৬৯ জন।

আওয়ামী লীগ ২৬টি আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল। ছয়টি আসনে জোটের শরিক দলের প্রার্থীরা নৌকা মার্কা নিয়ে অংশ নিয়েছিলেন।

রাত সাড়ে আটটা পর্যন্ত খবর অনুযায়ী, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা ভোটে এগিয়ে রয়েছেন। তবে বেশির ভাগ ক্ষেত্রে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থীরা।