বাংলাদেশ সফরে মানবাধিকার নিয়ে কথা বলতে মাখোঁর প্রতি আহ্বান অ্যামনেস্টির

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

বাংলাদেশ সফরে এসে সরকারের কাছে মানবাধিকার নিয়ে উদ্বেগের বিষয়গুলো তুলে ধরতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ নিয়ে গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়েছে লন্ডনভিত্তিক সংস্থাটি।

ভারতের নয়াদিল্লিতে জি–২০ শীর্ষ সম্মেলনে যোগদান শেষে আগামীকাল রোববার বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে মাখোঁর। এ সফর সামনে রেখেই তাঁর প্রতি ওই আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একই সঙ্গে বাংলাদেশ নিয়ে ফ্রান্স সর্বশেষ যে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ-ইউপিআর (সর্বজনীন নিয়মিত পর্যালোচনা) করেছিল, তার সুপারিশগুলোর বাস্তবায়ন কোন পর্যায়ে আছে, তা নিয়ে কথা বলারও আহ্বান জানানো হয়েছে মাখোঁকে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের টুইটে বলা হয়েছে, আগামী বছর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে দেশটিতে মানবাধিকার পরিস্থিতি নেতিবাচক দিকে মোড় নিয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে। তবে আগের আইনের দমনপীড়নমূলক বৈশিষ্ট্যগুলো নতুন আইনে বহাল রাখা হয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুম এখনো অব্যাহত রয়েছে। শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর দমনপীড়ন চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। যাঁরা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার, তাঁরা এবং ‘অধিকার’–এর মতো সংস্থাগুলো নিপীড়নের শিকার হচ্ছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ রোববার বাংলাদেশে আসছেন
ছবি: রয়টার্স

অ্যামনেস্টি আরও বলেছে, বাংলাদেশ নিয়ে তাদের ইউপিআরে সম্প্রসারিত বিশ্লেষণ ও বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়েছে। দেশটিতে মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে, মানবাধিকারের সুরক্ষায় এবং তা বজায় রাখতে বাংলাদেশের কর্তৃপক্ষের সেগুলো নিয়ে কাজ করা উচিত।

গত সোমবার ঢাকায় ফ্রান্স দূতাবাস তাদের এক্স (আগের নাম টুইটার) ও ফেসবুকে মাখোঁর বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। তাতে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট ৯-১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি যাবেন। তারপর তিনি ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন।

আরও পড়ুন