চট্টগ্রাম নগরে ইয়াবা কিনতে টাকা না পেয়ে মাকে খুনের মামলায় গ্রেপ্তার কলেজছাত্র ওমর ফারুকের (২২) সর্বোচ্চ শাস্তি চেয়েছেন বাবা। ওমর ফারুকের বাবা আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, ‘চেষ্টা করেও ছেলেকে নেশা থেকে ফেরাতে পারিনি, শেষ পর্যন্ত মাকেই খুন করল। এমন ছেলে যেন কারও না হয়।’ আজ সোমবার কথা হয় তাঁর সঙ্গে।
নিহত মায়ের নাম রিনা আক্তার (৪৭)। গত রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরের পাহাড়তলী থানার ভেলোয়ার দিঘির উত্তর পাড় এলাকায় এ খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় করা মামলায় ছেলে ওমর ফারুককে আসামি করা হয়। আজ এই মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওমর ভাটিয়ারি বিজয় সরণি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং। ভেলুয়ার দিঘির পাড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন তাঁরা। ওমরের বাবা আক্তার পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।
নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) নিহাত আদনান তাইয়ান প্রতিবেশীদের বরাতে প্রথম আলোকে বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় থেকে মাদকাসক্ত হয়ে পড়েন ওমর। মাঝখানে কিছু সময় পড়াশোনায় ছেদ পড়ে। প্রায়ই টাকার জন্য তিনি বাসার জিনিসপত্র ভাঙচুর করতেন। রোববার রাতে বাসায় এসে মায়ের কাছে টাকা চান ওমর। না দেওয়ায় বাসায় থাকা বঁটি দিয়ে মাকে আঘাত করেন। এতে মায়ের গলা, দুই হাত ও বুকে আঘাত লাগে। যতক্ষণ মায়ের মৃত্যু না হয়, ততক্ষণ কোপাতে থাকেন। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে আশপাশের লোকজন এসে ওমর আলীকে ধরে পুলিশে সোপর্দ করেন।