নির্বাচনে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে সদা প্রস্তুত বিজিবি: মহাপরিচালক

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার দুপুরে রাজধানীর বিজিবি সদর দপ্তরে ফোর্স সাপোর্ট উইংয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে এ কথা বলেন এ কে এম নাজমুল হাসান।

বিজিবির মহাপরিচালক বলেন, প্রতিষ্ঠা লাভের পর থেকেই বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করে আসছে। দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়া, প্রাকৃতিক দুর্যোগসহ জরুরি পরিস্থিতি মোকাবিলায় ভূমিকা রেখে প্রশংসিত হচ্ছে বিজিবি।

এ কে এম নাজমুল হাসান আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে যেকোনো দায়িত্ব পালনে এবং নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সব সময় প্রস্তুত রয়েছে।