বিজ্ঞাপন দিয়ে মন্ত্রীদের শুভেচ্ছা জানানোর ব্যাখ্যা দিল প্রশাসন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপাচার্য শিরীণ আখতারের দেওয়া এসব বিজ্ঞাপনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো আর্থিক সম্পৃক্ততা নেই। বিজ্ঞাপনের খরচ কোন খাত থেকে করা হচ্ছে জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চিঠি ইস্যুর পর এ ব্যাখ্যা দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখা থেকে এ সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। ওই শাখার ডেপুটি রেজিস্ট্রার খন্দকার মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নতুন মন্ত্রিসভায় চট্টগ্রামের সন্তান হাছান মাহমুদকে পররাষ্ট্রমন্ত্রী ও মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষামন্ত্রী পদে নিযুক্ত করেছেন। তাঁদের অভিনন্দন জানিয়ে উপাচার্যের পক্ষ থেকেই বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসি বিজ্ঞাপনের ব্যয় কোন খাত থেকে হচ্ছে তা জানতে চেয়েছে। এ সম্পর্কে প্রশাসনের বক্তব্য হচ্ছে, বিজ্ঞাপনের ব্যয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পৃক্ততা নেই।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ প্রথম আলোকে বলেন, বিজ্ঞাপনের ব্যয় বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে হবে না। কে দেবে কিংবা কোথা থেকে দেওয়া হবে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। উপাচার্য শিরীণ আখতারের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

গত বুধবার বিজ্ঞাপন দিয়ে কয়েকটি জাতীয় পত্রিকায় দুই মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপাচার্য শিরীণ আখতার। ওই দিনই এসব বিজ্ঞাপনের ব্যয় কোথা থেকে হচ্ছে জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয় ইউজিসি।