শুভ সকাল। আজ ২২ জানুয়ারি, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
ভর্তুকি দিয়ে ঢাকায় ধনীদের পানি সরবরাহ করা উচিত নয় বলে মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ঢাকা ওয়াসার এক হাজার লিটার পানি উৎপাদনে খরচ হয় ২৬ থেকে ৩০ টাকা। বিক্রি করছে ১৫ টাকায়। সরকার কি বাকি ১৫ টাকা ভর্তুকি দিতে থাকবে? উচ্চবিত্ত ও নিম্নবিত্তদের থাকার এলাকায় পানির দাম এক হওয়া উচিত নয় বলে মত দেন তিনি। বিস্তারিত পড়ুন...
বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী, জাতির সম্পদ অধ্যাপক ড. ইউনূসের মতো একজন ব্যক্তি নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। অথচ কীভাবে তাঁকে কাজে লাগানো যায় বা একজন দূত হিসেবে যেসব বিশ্বনেতা, যাঁরা সাধারণত আমাদের মন্ত্রী ও কূটনীতিকদের নাগালের বাইরে থাকেন, তাঁদের কাছে তাঁকে কীভাবে পাঠানো যায়, সেই উপায় খুঁজে বের করতে আমাদের নেতারা কোনো চেষ্টাই করেননি।
বিস্তারিত পড়ুন...
আফগানিস্তানে গতকাল শনিবার রাতে একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ। রোববার তারা জানিয়েছে, উড়োজাহাজটিতে ছয়জন আরোহী থাকতে পারেন। বিস্তারিত পড়ুন...
গাজা সীমান্তে ‘ইসরায়েলের চোখ’ হিসেবে পরিচিত তাঁরা। বাধ্যতামূলক সেনাবাহিনীতে নিযুক্ত এসব নারী সেনাসদস্যের বছরের পর বছর একটিই কাজ, সেটি হলো গাজা সীমান্ত ঘিরে থাকা ইসরায়েলি নজরদারি ঘাঁটিতে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে ‘সন্দেহজনক তৎপরতায়’ নজর রাখা। বিস্তারিত পড়ুন...
২০১০ সালে শুরু হয়েছিল ক্রিকেটার শোয়েব মালিক ও টেনিস তারকা সানিয়া মির্জার যৌথ পথচলা। সেই পথচলা শুরুর সময়েই একটা ধাক্কা খেয়েছিল এই জুটির যাত্রা। ভারতের হায়দরাবাদের এক তরুণী আয়েশা সিদ্দিকী সেই সময় দাবি করেছিলেন, শোয়েব মালিক অনেক আগেই তাঁকে বিয়ে করেছেন! পরে জানা গেছে আয়েশার দাবি সত্য ছিল। বিস্তারিত পড়ুন...