আদালত
প্রতীকী ছবি

আট বছর আগের পুরোনো নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ঢাকা মহানগর বিএনপির (উত্তর) আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

আজ রোববার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৬-এর বিচারক আসিফ ইকবাল আজ এই আদেশ দেন।

প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন আমানউল্লাহ আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।

অভিযুক্ত অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্য বিএনপির নেতারা হলেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস, মীর শরাফাত আলী সফু, শফিউল বারী বাবু, আজিজুল বারী হেলাল ও শিরিন আক্তার।

অভিযোগ গঠনের সময় প্রত্যেকেই আদালতের কাছে নিরপরাধ দাবি করে ন্যায়বিচার চান।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, রাজধানীর মুগদা এলাকায় ২০১৫ সালের ১৭ মার্চ ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির নেতা সেলিমা রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ৯ জুলাই সেলিমা রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।