রাবিতে সপ্তম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা শুরু বুধবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী বুধবার (১৮ অক্টোবর) থেকে শুরু হচ্ছে আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২৩। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি) আয়োজিত দুই দিনব্যাপী এই উৎসব চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এই উৎসবে থাকবে ১০টি বিজ্ঞানবিষয়ক প্রতিযোগিতাসহ অন্যান্য ইভেন্ট।

ফিয়েস্টার ইভেন্টের মধ্যে একক অংশগ্রহণে থাকবে সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন, সায়েন্টিফিক স্পিস কম্পিটিশন, রুবিক্স কিউব কম্পিটিশন, কেইস সলভিং এবং ফটোগ্রাফি কনটেস্ট। দলীয় অংশগ্রহণে থাকবে প্রোজেক্ট শো কম্পিটিশন, প্রোগ্রামিং কনটেস্ট, ওয়াল ম্যাগাজিন (দেয়ালিকা) এবং পোস্টার প্রেজেন্টেশন। এ ছাড়াও সবার জন্য উন্মুক্ত থাকবে স্টার ভিজ্যুয়ালাইজেশন এবং স্টেজ সায়েন্স শো দেখার সুযোগ।

বুধবার সকাল ১০টায় টিএসসিসিতে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যদ্বয় ড. মো. সুলতান-উল-ইসলাম ও ড. মো. হুমায়ূন কবীর, আমানা গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল করিম এবং রাবি সায়েন্স ক্লাবের উপদেষ্টামণ্ডলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ক্লাবের সভাপতি মো. আবদুল লতিফ।

বৃহস্পতিবার বিকেল চারটায় টিএসসিসিতে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাবি উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির উপাচার্য ড. বিধান চন্দ্র দাস ও রাজশাহী বিসিএসআইআর ল্যাবরেটরিসের ডিরেক্টর (ইন-চার্জ) ড. মো. সেলিম খান। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবির সহ-উপাচার্য, প্রক্টর, ছাত্র উপদেষ্টা এবং ক্লাবের উপদেষ্টামণ্ডলী।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে থাকছে টেলিভিশন পার্টনার যমুনা টেলিভিশন, রেডিও পার্টনার রেডিও পদ্মা, ফটোগ্রাফি পার্টনার লেন্স অ্যান্ড টেলস, ফুড পার্টনার বাংলা টিফিন, গেম পার্টনার আরএম কিউব কালেকশন, ইয়ুথ অ্যাঙ্গেজমেন্ট পার্টনার পাবলিকিয়ান৷

এ ছাড়া এ আয়োজনে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।