ফালুর অর্থ পাচার মামলা অধিকতর তদন্তের নির্দেশ

আদালত
প্রতীকী ছবি

বিএনপির সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালুসহ তিনজনের বিরুদ্ধে করা অর্থ পাচার মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেন বৃহস্পতিবার এ আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

মামলার অপর দুই আসামি হলেন আরএকে সিরামিকস লিমিটেডের ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এ কে ইকরামুজ্জামান এবং স্টার সিরামিকস প্রাইভেট লিমিটেডের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান। এই দুজন জামিনে আছেন। তবে মোসাদ্দেক আলী পলাতক।

দুদকের পিপি মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে বলেন, দুবাইয়ে অর্থ পাচারের অভিযোগে করা এই মামলায় আরও কিছু তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে অধিকতর তদন্তের অনুমতি চেয়ে দুদকের পক্ষ থেকে আদালতের কাছে আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।

তিন বছর আগে দুবাইয়ে ১৮৯ কোটি ৯২ লাখ টাকা অর্থ পাচারের অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করে দুদক। মামলাটি তদন্ত করে গত বছরের ৩০ সেপ্টেম্বর দুদক অভিযোগপত্র জমা দেয়। পরে মামলাটি বিচারের জন্য পাঠানো হয় ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতে। মামলাটি অভিযোগ গঠনের শুনানি পর্যায়ে ছিল।