ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া হাজতির নাম আনোয়ার হোসেন ওরফে খবির উদ্দিন (৫৫)। তাঁকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর মৃত ঘোষণা করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া এই তথ্য জানান। তিনি বলেন, আজ সকাল ১০টার দিকে আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ময়নাতদন্তের জন্য আনোয়ারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানান বাচ্চু মিয়া।

কারা সূত্রে জানায়, আনোয়ার মাদক মামলায় বন্দী ছিলেন।

কর্তৃপক্ষের ভাষ্য, আনোয়ার আজ সকালে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মো. সোহাগ ও মো. দীপু নামের দুই কারারক্ষী তাঁকে হাসপাতালে নিয়ে যান।

আনোয়ারের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আল আমিন গ্রামে। তাঁর বাবার নাম আছিউল হক।