ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এক দিনে ১৬৮১ মামলা

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ছবি : ডিএমপি নিউজের সৌজন্যে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এক দিনে ১ হাজার ৬৮১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

গতকাল বুধবার রাজধানীতে বিভিন্ন এলাকায় অভিযানকালে এই মামলা করার তথ্য আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ডিএমপি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল অভিযানকালে ১৮৩টি গাড়ি ডাম্পিং করা হয়। আর ১০৭টি গাড়ি রেকার করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।