ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ১৪ জন
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) নতুন করে ১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ছয়জন ঢাকায় ও অপর আটজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ৬২ হাজার ৩৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ১৯৪ জন। অন্যরা ঢাকার বাইরে বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৮১ জনের মৃত্যু হয়েছে। এখনো দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৩৪৯ জন।