দুই শিক্ষার্থীর আবেদনের সঙ্গে আন্দোলনের সম্পর্ক নেই: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ফাইল ছবি প্রথম আলো

কোটা পুনর্বহালসংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর আবেদন করার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন প্ল্যাটফর্মটির উদ্যোক্তারা। চলমান কোটাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এক বার্তায় বলেছেন, ‘আন্দোলনকারীদের পক্ষ থেকে কোনো আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়নি। আমাদের দাবি সরকার ও নির্বাহী বিভাগের কাছে। যাঁরা আদালতে গিয়েছেন, নিজ উদ্যোগে গিয়েছেন। এর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই।’

আরও পড়ুন

কোটা পুনর্বহালসংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আজ মঙ্গলবার সকালে আবেদন করার জন্য হলফনামার অনুমতি চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন ওই দুই শিক্ষার্থী। চেম্বার আদালত হলফনামা করার অনুমতি দেন। আবেদনটি কাল বুধবার আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

আবেদনকারী ওই দুই শিক্ষার্থী হলেন আল সাদী ভূঁইয়া ও আহনাফ সাঈদ খান। আল সাদী ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আর আহনাফ ছাত্র অধিকার পরিষদের পদত্যাগ করা নেতা।