জামাতুল আনসারের নেতা শামিন মাহফুজ গ্রেপ্তার

শামিন মাহফুজ
ছবি: সংগৃহীত

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আলোচিত নেতা শামিন মাহফুজকে স্ত্রীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভাষ্যমতে, শামিন মাহফুজ এই জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা। তিনিই এর নেতৃত্ব দিচ্ছিলেন।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তথ্যমতে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ডেমরার একটি বাসায় অভিযান চালিয়ে শামিন মাহফুজ ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয় বলে সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার ইমরান হোসেন জানিয়েছেন।

গত বছর ২৩ আগস্ট কুমিল্লা থেকে আট তরুণ নিখোঁজ হয়েছিলেন। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে নতুন জঙ্গি সংগঠনের তথ্য পায়।

পরে জানা যায়, এই সংগঠনের সদস্যদের সশস্ত্র প্রশিক্ষণে সহায়তা করে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট)। গত অক্টোবরে দেশের বিভিন্ন স্থানে ও পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে জামাতুল আনসারের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক সদস্যকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‌্যাবের ভাষ্যমতে, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির আনিসুর রহমান ওরফে মাহমুদ। তবে সিটিটিসি বলছে, এই সংগঠনের প্রধান নেতা শামিন মাহফুজ।