সিলেটের হাওরে ধান কাটা শেষ

সিলেটের সব কটি হাওরের ধান কাটা শেষ। এখন ধানমাড়াই ও গোলায় তুলতে ব্যস্ত হাওরপারের মানুষ। আবহাওয়া অনুকূলে থাকায় স্বস্তিতে ধান ঘরে তুলতে পারায় কৃষকের চোখেমুখে এখন তৃপ্তির আভা। ছবিগুলো সিলেট সদরের জিলকার হাওর থেকে গত রোববার তোলা।

১ / ১২
হাওরে ধান কাটা ও মাড়াই শেষে নৌকায় করে কৃষকের বাড়িফেরা।
২ / ১২
হাওর থেকে নৌকায় করে আনা হয়েছে ধানভর্তি বস্তা। নৌকা টেনে পাড়ে নিচ্ছেন কয়েকজন।
৩ / ১২
ধানের বস্তা সারি করে রাখা হচ্ছে হাওরপাড়ের সড়কে।
৪ / ১২
হাওরপাড়ের সড়কে রাখা ধানের বস্তা নেওয়া হবে বাড়িতে।
৫ / ১২
হাওরপাড়ে ধান ঝাড়ছেন এক কৃষক।
৬ / ১২
ধান শুকানোর পর স্তূপ করে রাখা হচ্ছে।
৭ / ১২
এখন কেউ ধান শুকাচ্ছেন, কেউ শুকাচ্ছেন খড়।
৮ / ১২
গবাদিপশুকে খাওয়ানোর জন্য খড় শুকাচ্ছেন একজন।
৯ / ১২
হাওরপাড়ে ধান আনতে যাচ্ছেন কয়েকজন।
১০ / ১২
ঠেলাগাড়িতে করে ধান নিয়ে বাড়ি ফিরছেন দুই কৃষক।
১১ / ১২
ধান ঝাড়ার কাজ শেষে হাওর থেকে বাড়ি ফিরছেন এক নারী। সঙ্গে এক শিশু।
১২ / ১২
হাওরে ধান কাটা শেষ। কদিন পর হাওরে ঢুকবে পানি।