আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মুক্তি না দেওয়ার আবেদন
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া পাঁচ আসামিকে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন বা মুক্তি না দেওয়ার আবেদন করা হয়েছে।
পাশাপাশি সেই পাঁচ আসামিকে অপেক্ষাকৃত কম সাজা দেওয়ার বিষয়ে ট্রাইব্যুনাল যেসব পর্যবেক্ষণ দিয়েছেন, সেগুলোর স্থগিতাদেশ চেয়েও আবেদন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার কোর্টে এই আবেদন করে চিফ প্রসিকিউটরের কার্যালয়। পরে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ২৬ জানুয়ারি চানখাঁরপুল মামলার রায় দেন। রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম।
বাকি পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের মধ্যে ডিএমপির রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ছয় বছরের, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেনকে চার বছর এবং সাবেক কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলামকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই পাঁচ আসামিকে জামিন বা মুক্তি না দেওয়ার আবেদন করা হয়েছে।
প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান সাংবাদিকদের জানান, চানখাঁরপুল হত্যাকাণ্ড মামলার রায়ে আসামিদের অপেক্ষাকৃত কম সাজা দেওয়ার বিষয়ে ট্রাইব্যুনাল যেসব পর্যবেক্ষণ দিয়েছেন তার স্থগিতাদেশ এবং আসামিরা যেন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন ও মুক্তি না পান, তা চেয়ে আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টে আবেদন করা হয়েছে।
আগামী রোববার পর্যন্ত এই আবেদনের শুনানি মুলতবি করা হয়েছে।