ঈদ সামনে রেখে জাল নোট সরবরাহ করেন তাঁরা

নোট জাল করার সঙ্গে জড়িত গ্রেপ্তার দুই ব্যক্তি। আজ সকালে কোতোয়ালি থানায়সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে নগরের বিভিন্ন স্থানে জাল নোট সরবরাহ করেন তাঁরা। নগরের রিয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট ও টেরিবাজার এলাকায় এসব নোট ছড়িয়ে দেন তাঁরা। এসব এলাকায় দৈনিক কোটি কোটি টাকার লেনদেন হয়। গত বুধবার জাল নোট তৈরি চক্রের তিনজনকে গ্রেপ্তারের পর পুলিশ এসব তথ্য জানায়। গ্রেপ্তার তিনজন হলেন মনিরুল আলম, হারুনুর রশিদ ও মাসুদ আলম চৌধুরী। নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে এক লাখ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

ওসি ওবায়দুল হক আরও বলেন, গ্রেপ্তার তিনজন একটি চক্রের সদস্য। তাঁদের কাছে ৫০০ টাকার নোট পাওয়া গেছে। এই নোটগুলো তাঁরা সংগ্রহ করে এনে নগরের বিভিন্ন জায়গায় সরবরাহ করেন।

গ্রেপ্তার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে নগরের নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার ও টেরিবাজার এলাকায় ক্রেতা–বিক্রেতাদের কাছে জাল নোট সরবরাহ করে আসছেন। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।