চবি শিক্ষক সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান, সম্পাদক আবদুল হক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩-এর ১১টি পদের নির্বাচন শেষ হয়েছে। এতে  রাজনীতি বিজ্ঞান বিভাগের মুস্তাফিজুর রহমান সিদ্দিকী সভাপতি এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের আবদুল হক  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

বুধবার সকাল নয়টা থেকে সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। চলে দুপুর দেড়টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোট দিয়েছেন ৭৪৩ জন শিক্ষক।

ভোট গণনা শেষে বুধবার রাত ৮টা ১৫ মিনিটে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক মনির উদ্দিন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদে পদ রয়েছে ১১টি। আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের হলুদ দলের ২৪ জন প্রার্থী বিভক্ত হয়ে এবারের নির্বাচনে অংশ নেন। বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকের কোনো সদস্য এবারের নির্বাচনে অংশ নেননি।  

সভাপতি পদে মুস্তাফিজুর রহমান সিদ্দিকী ৩৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ব্যবস্থাপনা বিভাগের আবদুল্লাহ মামুন ২৯৪ এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মোহাম্মদ সহিদ উল্লাহ ৬৮ ভোট পান।

সহসভাপতি পদে নৃবিজ্ঞান বিভাগের মুহাম্মদ আলাউদ্দিন ৩৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলা বিভাগের মোহাম্মদ আনোয়ার সাঈদ পেয়েছেন ৩২১ ভোট।

সাধারণ সম্পাদক পদে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের আবদুল হক পেয়েছেন ৩৫০ ভোট। তিনি গত কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের হেলাল উদ্দিন পেয়েছেন ৩৪৪ ভোট।

কোষাধ্যক্ষ পদে একাউন্টিং বিভাগে মোহাম্মদ আলী আরশাদ চৌধুরী ৩৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোহাম্মদ মীর সাইফুদ্দিন খালেদ চৌধুরী পেয়েছেন ৩০৫ ভোট।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ এক বছরের জন্য নির্বাচিত হয়।  গত কার্যনির্বাহী পরিষদে সভাপতি পদে ব্যবস্থাপনা বিভাগের সেলিনা আখতার ও সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের সজীব কুমার ঘোষ নির্বাচিত হয়েছিলেন।