সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন। এ নির্বাচন নিয়ে গতকালের মতো আজও একাধিক প্রতিবেদন আছে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে গত বুধবার একটি নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আর তাতে পাঠকের সাড়াও যথেষ্ট। কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ–সংক্রান্ত খবরটিও পঠিত হয়েছে। এ ছাড়া আজ অর্থনীতি, আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের একাধিক খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

ভোট সুষ্ঠু হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জায়েদা খাতুন

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে জয়ের পর সংবাদ সম্মেলনে কথা বলেন জায়েদা খাতুন। শুক্রবার ভোর ৪টার দিকে
ছবি: প্রথম আলো

সংবাদ সম্মেলনে জায়েদা খাতুন বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শুভেচ্ছা। আমি ওনাকে ধন্যবাদ জানাই। ভোটটা আমার সুষ্ঠু হয়েছে। আমি আমার ভোটের হিসাব পেয়েছি। এই জন্য আমি আরও ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে।’ বিস্তারিত পড়ুন...

সতর্কবার্তা হিসেবে দেখছে সব পক্ষ

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। গতকাল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে
ছবি: প্রথম আলো

এখন পর্যন্ত এ বিষয়ে সরকার বা দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া আসেনি। আওয়ামী লীগ ও বিএনপি—দুই দলই এটিকে একে অন্যের জন্য সতর্কবার্তা বলে প্রচার করছে। বিস্তারিত পড়ুন...

সিরিয়ায় মসজিদের সামনে, গাছের নিচে নবজাতককে ফেলে রেখে যাচ্ছেন অনেকে

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় অনেক নবজাতকের ঠাঁই হয় না পরিবারে। ফেলে দেওয়া হয় তাদের
প্রতীকী ছবি: এএফপি

বাড়িতে ফিরে ইব্রাহিম তাঁর স্ত্রীকে বলেন, তীব্র শীতের মধ্যে মসজিদের সামনে এই নবজাতককে কেউ ফেলে গেছে। তাই তিনি সেখান থেকে শিশুটিকে কুড়িয়ে বাড়িতে নিয়ে এসেছেন। বিস্তারিত পড়ুন...

রোনালদোর ক্লাব আল নাসরের ১৭২৭ কোটি টাকার প্রস্তাবে ‘না’ জিদানের

দুই বছর ধরে কোচিংয়ের বাইরে আছেন জিনেদিন জিদান
ছবি: রয়টার্স

জুভেন্টাসও নাকি তাঁর প্রতি আগ্রহী। মাসিমিলিয়ানো আলেগ্রিকে বাদ দিয়ে নিজেদের সাবেক খেলোয়াড়কে ডাগআউটে নিয়ে এসে ইতালিয়ান ক্লাবটি নাকি নতুন প্রকল্প হাতে নিতে চায়। এর মধ্যেই জিদানের দিকে দৃষ্টি দেয় আল নাসর। বিস্তারিত পড়ুন...

অভিনেতা আশিস বিদ্যার্থীর দ্বিতীয় বিয়ের পর মুখ খুললেন প্রথম স্ত্রী

আশিসের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি পোস্ট করেছেন রাজশী। পোস্টগুলোতে উঠে এসেছে তাঁর কষ্টের কথা। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন