সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হলেন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির

রাশেদা ইরশাদ নাসিরছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান গত শনিবার ভোরে প্রয়াত হয়েছেন। তাঁর স্থলে ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারপারসন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির। নতুন নির্বাচিত ডিন না আসা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

আজ সোমবার উপাচার্য এ এস এম মাকসুদ কামাল রাশেদা ইরশাদ নাসিরকে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব দিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) সীতেশ চন্দ্র বাছার।

শনিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান অধ্যাপক জিয়া রহমান। ২০২২ সালের জানুয়ারিতে এই অনুষদের ডিন নির্বাচিত হয়েছিলেন তিনি।

সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব পাওয়া রাশেদা ইরশাদ নাসির আজ দুপুরের পর প্রথম আলোকে বলেন, ‘অধ্যাপক জিয়া রহমানের মৃত্যুটা একটা ট্র্যাজেডি। এমন একটা পরিস্থিতিতে আমাকে ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব দেওয়া হলো। আমি এ দায়িত্বটি সঠিকভাবে পালন করতে চাই।’

ভর্তি পরীক্ষার ফল শিগগিরই

গত ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শুরু হয়। এই ইউনিটের সমন্বয়ক ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের প্রয়াত ডিন জিয়া রহমান। তাঁর নেতৃত্বে ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শেষ পর্যায়ে ছিল।

সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব পাওয়া অধ্যাপক রাশেদা ইরশাদ প্রথম আলোকে জানিয়েছেন, আজ বেলা ১১টায় তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সংশ্লিষ্ট দপ্তরে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল জমা দিয়েছেন। সেখান থেকে মূল্যায়নের পর সর্বোচ্চ সাত দিনের মধ্যে এই ইউনিটের ফলাফল প্রকাশ করা হতে পারে।