কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন। এ ছাড়া তিনি হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সঙ্গে চিকিৎসাসেবা নিয়ে কথা বলেন।
বৃহস্পতিবার পাঠানো এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের বলেন, এখানে পুলিশের অনেক সদস্য চিকিৎসাধীন। অনেকে পায়ে, মাথায় আঘাত পেয়েছেন। চিকিৎসাধীন পুলিশ সদস্যরা জানিয়েছেন, চিকিৎসা ভালোভাবে চলছে। সরকার থেকে বলা হয়েছে, যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবারের দায়দায়িত্ব সরকার নেবে। যাঁরা আহত হয়েছেন, তাঁদের সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে।
পরিদর্শনকালে হাসপাতাল পরিচালক ডিআইজি শেখ মো. রেজাউল হায়দারসহ হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।