চালের দাম বেঁধে দেওয়া যায়নি, কাল আবার বৈঠক

চালফাইল ছবি

সরু, চিকন ও মোটা চাল—এ পদ্ধতি থেকে বেরিয়ে এসে জাতভিত্তিক চালের দাম ঠিক করতে চায় সরকার। এ নিয়ে দুদিন ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে হাঁকডাক চলছিল। তবে জাতভিত্তিক চালের যৌক্তিক মূল্য নির্ধারণ নিয়ে আজ বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে বৈঠক হলেও সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। বৈঠকে কৃষিসচিব ওয়াহিদা আক্তার সভাপতিত্ব করেন।

বৈঠকে আলোচনা হয়, চালের দাম বেঁধে দিতে আরও চুলচেরা বিশ্লেষণের প্রয়োজন। এটি একটি জটিল ও কঠিন কাজ। তাই সময় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা দরকার। জাতভিত্তিক দাম নির্ধারণে আগামীকাল বৃহস্পতিবার আবার বৈঠক ডেকেছেন কৃষিসচিব। বৈঠকে খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

সারা দেশে চালের দাম বেঁধে দেওয়ার বিষয়টি আলোচনায় আসে গত রোববার। ওই দিন বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক টাস্কফোর্সের বৈঠক শেষে চালের দাম বেঁধে দেওয়ার কথা সাংবাদিকদের জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। আগামী পয়লা বৈশাখ, অর্থাৎ ১৪ এপ্রিল থেকে চালের নতুন দাম কার্যকর করার কথা রয়েছে।

অবশ্য সারা দেশের জন্য একই দর নির্ধারণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ হিসেবে উৎপাদন এলাকা এবং গ্রামে ব্যয় কম, দামও কিছুটা কমে পাওয়া যাওয়ার কথা বলা হচ্ছে। বাজার বিশ্লেষকেরা মনে করেন, সব জায়গায় একই দর নির্ধারণ করা হলে যেখানে কম দামে পাওয়া যায়, সেখানেও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা থাকে।

আরও পড়ুন

আজ কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সরকারের একেক সংস্থা একেক দামের প্রস্তাব করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিইএ), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রতিনিধি আলাদা দামের প্রস্তাব করেন। বৈঠকে আলোচনা হয়, প্রতিটি জাতভিত্তিক চালের দাম নিয়ে আলোচনার দরকার। একদিন বৈঠক করে দাম নির্ধারণ করা ঠিক হবে না। বিশেষ করে কৃষকের উৎপাদন খরচের ওপর জোর দেওয়া হয় সভায়। কোনো উৎপাদন খরচ যাতে বাদ না যায়, তার ওপর জোর দেওয়া হয়। এ বিষয়ে আরও বিশ্লেষণ করার নির্দেশ দেন কৃষিসচিব।

আরও পড়ুন

বৈঠকে খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, ঈদুল ফিতরের আগে জাতভিত্তিক চালের দাম নির্ধারণ করার পরিকল্পনা রয়েছে তাঁদের, যাতে ১৪ এপ্রিল থেকে তা কার্যকর করা যায়।

আরও পড়ুন