নারী ক্রীড়াবিদকে ধর্ষণের অভিযোগ, জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হাতকড়াপ্রতীকী ছবি

নারী ক্রীড়াবিদকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শনিবার রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

র‍্যাব কর্মকর্তা আ ন ম ইমরান খান প্রথম আলোকে বলেন, একজন নারী জুজুৎসু (জাপানি মার্শাল আর্ট) ক্রীড়াবিদকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলামসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে আজ শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।