আয়কর রিটার্ন প্রস্তুতকারী (টিআরপি) হিসেবে তালিকাভুক্তির আবেদনপত্র চেয়ে কর (বিসিএস) একাডেমির দেওয়া বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট। হাইকোর্টের দেওয়া সেই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করেছে।
রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আজ রোববার এ আদেশ দেন।
গত বছরের ১৪ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের কর (বিসিএস) একাডেমি ওই বিজ্ঞপ্তি দেয়। এই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষে মহাসচিব এবং ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের পক্ষে সাধারণ সম্পাদক একটি রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৫ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে ওই বিজ্ঞপ্তির কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির ও শাহ মঞ্জুরুল হক।
পরে জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক প্রথম আলোকে বলেন, হাইকোর্ট ওই বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছিলেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। আদালত স্থগিতাদেশ দেননি। আবেদনটি ১৯ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন। ফলে আয়কর রিটার্ন প্রস্তুতকারী হিসেবে আবেদন আহ্বানের বিজ্ঞপ্তির কার্যক্রম আপাতত স্থগিতই থাকছে।
গত বছরের ১৪ ডিসেম্বরের ওই বিজ্ঞপ্তির ভাষ্য, রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে আয়কর রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা-২০২৩ প্রণীত হয়েছে। বিধিমালা অনুযায়ী যেসব করদাতা প্রথমবারের মতো আয়কর রিটার্ন দাখিল করবেন, তাঁদের আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আয়কর রিটার্ন প্রস্তুতকারীর তালিকা করবে। আয়কর রিটার্ন প্রস্তুতকারী হিসেবে তালিকাভুক্তির জন্য যোগ্যতাসম্পন্ন আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে ২৫ জানুয়ারির মধ্যে আবেদন আহ্বান করা হয়। এরপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণদের আয়কর রিটার্ন প্রস্তুতকারীর সনদ দেওয়া হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।