এলএনজি আমদানির সুযোগ পাবে বেসরকারি খাত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে গতকাল রোববার সচিবদের সভা অনুষ্ঠিত হয়।
ছবি: পিআইডি

বেসরকারি খাতে এলএনজি আমদানির সুযোগ দেওয়ার বিষয়ে সচিবদের সভায় সিদ্ধান্ত হয়েছে। কোন প্রক্রিয়ায় তাদের আমদানির সুযোগ দেওয়া হবে, তা খতিয়ে দেখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত একাধিক সচিব বৈঠকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে প্রথম আলোকে জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে সচিবেরা বলেন, বেসরকারি খাত যদি এলএনজি আমদানি করতে চায়, করতে পারবে। তারা নিজেদের চাহিদামাফিক আমদানি করতে পারে। সরকার তাদের সব ধরনের সহযোগিতা দেবে।

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর থেকে বিশ্বে জ্বালানির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। রাশিয়া থেকে তেল–গ্যাস আমদানি ব্যাহত হওয়ার পর জার্মানির মতো ইউরোপের ধনী দেশগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বেশি দামে এলএনজি আমদানি করছে। এতে বাংলাদেশের মতো অনেক দেশ সংকটে পড়েছে।

আন্তর্জাতিক বাজারে দাম অনেক বেড়ে যাওয়ায় এলএনজি আমদানি বন্ধ রেখেছে সরকার। এদিকে ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে দেশে গ্যাস–সংকটের কারণে পণ্য উৎপাদন কমে গেছে। এতে তাঁরা ক্ষতির মুখে পড়ছেন।

পার্বত্য জেলায় অভিযান পরিচালনার আগে সমন্বয় করতে হবে

সচিবসভায় গত ১৪ অক্টোবর বান্দরবান জেলার তুমব্রু সীমান্তে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) একজন কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা নিয়ে বৈঠকে আলোচনা হয়। মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে এ সংঘর্ষ হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, পার্বত্য জেলায় কোনো অভিযান পরিচালনার আগে অবশ্যই সংস্থাগুলো নিজেদের মধ্যে সমন্বয় নিশ্চিত করার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে।

ভবিষ্যতে গুরুত্ব পাবে কৃষি ও গ্রামীণ অবকাঠামোসংক্রান্ত প্রকল্প

ভবিষ্যতে শুধু কৃষি ও গ্রামীণ অবকাঠামোসংক্রান্ত প্রকল্প অনুমোদনে সরকার অগ্রাধিকার দেবে। এর বাইরে অন্য কোনো প্রকল্প গুরুত্ব পাবে না। চলমান অর্থনৈতিক ও ডলার–সংকটের কারণে এমন সিদ্ধান্ত হয়েছে বলে একাধিক সচিব জানান।

সচিবদের সভায় পরিকল্পনা বিভাগের সচিব মামুন আল রশীদ একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে উল্লেখ করা হয়, সামনের দিনে নতুন প্রকল্প অনুমোদন না দিয়ে শুধু চলমান প্রকল্পগুলোয় চাহিদা মোতাবেক অর্থ দিলেও প্রকল্পগুলো শেষ করতে পাঁচ থেকে সাত বছর সময় লাগতে পারে। তবে নতুন প্রকল্প অনুমোদন দিলে ওই সময়ের মধ্যেও প্রকল্পগুলোর কাজ শেষ হবে না।

বৈঠক সূত্র বলছে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান বিদ্যমান ডলার–সংকট কাটিয়ে উঠতে বিদেশি অর্থায়নে চলমান প্রকল্পগুলোর কাজে গতি আনার কথা বলেছেন। তিনি বলেন, উন্নয়ন সহযোগীদের অর্থায়নে চলমান প্রকল্পগুলোর কাজে গতি এলে অর্থ ছাড় বাড়বে।

সচিবসভায় অর্থসচিব ফাতিমা ইয়াসমিন দেশের অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের হার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে কোথায় কোথায় ভর্তুকি কমিয়ে আনা যায়, তা খতিয়ে দেখার আহ্বান জানান। সভায় বিকল্প মুদ্রা হিসেবে চীনের ইউয়ান ব্যবহার করার বিষয়ে আলোচনা হয়।

জঙ্গিদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ

সচিবসভায় জঙ্গিদের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে, যেসব জঙ্গির হদিস মিলছে না, তাঁদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি। এ ছাড়া জঙ্গিরা যেন কারও কাছ থেকে অর্থসহায়তা না পান, সে বিষয়ে সজাগ থাকার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।