সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৩ নভেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

গণভোটে ৪টির বেশি প্রশ্ন রাখার চিন্তা সরকারের

প্রতীকী ছবি

জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট করার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সরকার আশা করছে, এভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হলে দলগুলো বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামী তা মেনে নেবে। বিস্তারিত পড়ুন...

অ্যাকুয়ারিয়ামের গুরামি মাছ ঝাঁকে ঝাঁকে মিলছে দেশের জলাশয়ে, বিপদ কী

পাইকারিতে প্রতি কেজি গুরামি মাছ সর্বোচ্চ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। গত সোমবার উপজেলার বড়তাকিয়া বাজারে
ছবি: প্রথম আলো

দেখতে অনেকটাই দেশি খলশে মাছের মতো। কিন্তু আকারে এর চেয়ে খানিকটা বড়। খাল-বিল আর ডোবার পানিতে জাল ফেললেই এখন উঠে আসছে এ মাছ। স্থানীয় জলাশয়ে হঠাৎ কোথা থেকে এ মাছ এল-এটি সবার অজানা। আগ্রাসী মাছটির বংশবিস্তার বাড়াচ্ছে শঙ্কা। কারণ, এ মাছ অন্য মাছের বংশবিস্তারের জন্য হুমকি।
বিস্তারিত পড়ুন...

ট্রাম্প কেন মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে চান

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো
রয়টার্স

ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর ভেতর থেকে মাদুরোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তখন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে আলোচনার পথ খুলে যেতে পারে। সেনাবাহিনীর ভেতর থেকে আসা কোনো নতুন প্রেসিডেন্ট ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা করতে পারেন। বিস্তারিত পড়ুন...

বিদেশে থাকা নিজেদের একমাত্র সামরিক ঘাঁটি কেন নীরবে ছাড়ল ভারত

ভারতের একটি সুখোই-৩০ যুদ্ধবিমান
ফাইল ছবি: রয়টার্স

তাজিকিস্তানের আইনি বিমানঘাঁটি থেকে তিন বছর ধরে নীরবে একটু একটু করে নিজেদের সেনাসদস্য ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার করে নিয়েছে ভারত। খবরটি এত দিন গোপনই ছিল। মাত্র গত মাসে জানা যায়, মধ্য এশিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই বিমানঘাঁটিতে ভারতের সামরিক কার্যক্রম আর পরিচালিত হচ্ছে না। বিস্তারিত পড়ুন...

নিজে গাড়ি চালিয়ে ‘জয়’ ছুটে গেলেন ‘বীরু’কে দেখতে

‘শোলে’র ‘জয়’ ছুটে গেলেন তাঁর ‘বীরু’কে দেখতে
কোলাজ

মুম্বাইয়ের জুহুর রাস্তায় বুধবার সকালে দেখা গেল এক অবাক করা দৃশ্য। চালকের আসনে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, গন্তব্য তাঁর পুরোনো বন্ধু ধর্মেন্দ্রর বাংলো। দিন কয়েক হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফিরেছেন বলিউডের ‘হি-ম্যান’। আর সেই খবর পেয়েই ‘শোলে’র ‘জয়’ ছুটে গেলেন তাঁর ‘বীরু’কে দেখতে। বিস্তারিত পড়ুন...