বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে
ছবি: প্রথম আলো

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠকের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশিদের কাছে নালিশ করে কোনো লাভ হবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ রোববার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কাছে রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে সাক্ষাৎ করে।

গত মাসের শেষের দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে যায়। এ ছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছে। এসব বৈঠকে আলোচনার প্রধান বিষয় আগামী সংসদ নির্বাচন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, এগুলো খুব দুঃখজনক। কারণ, ওনাদের (রাজনৈতিক দলগুলোর নেতাদের) বরং তৃণমূলের লোকের কাছে; যাঁরা ভোটার, তাঁদের কাছে যাওয়া দরকার। বিদেশিদের কাছে নালিশ করে কোনো লাভ হবে না। কারণ, বিদেশিরা তো ভোট দেবেন না। ভোট দেবেন এ দেশের মানুষ।’

তাদের (রাজনৈতিক দলগুলো) ভোটারদের কাছে যাওয়া উচিত। ভোটাররা বলবেন, কী হলে ভালো হয়। নালিশ-টালিশ করে খুব সুবিধা হবে না।
এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী

দুই প্রধান রাজনৈতিক দলের উদ্দেশে মোমেন বলেন, ‘তাদের (বিএনপি) উচিত তৃণমূলের ভোটারদের কাছে যাওয়া। আমি সব সময় বলি, আমাদেরও তৃণমূলের ভোটারদের কাছে যেতে হবে। আমাদের প্রচেষ্টা থাকবে, জোর থাকবে, যেন দেশের মানুষের মঙ্গল করতে পারি। মানুষের সঙ্গে আলাপ করে বুঝতে হবে, কোনো কোনো ক্ষেত্রে কিছুটা অসুবিধা আছে।’

মোমেন আরও বলেন, তাদের (রাজনৈতিক দলগুলো) ভোটারদের কাছে যাওয়া উচিত। ভোটাররা বলবেন, কী হলে ভালো হয়। নালিশ-টালিশ করে খুব সুবিধা হবে না। তাঁর মতে, তৃণমূলের ভোটারদের সঙ্গে আলাপ করলে তাঁরা বলবেন, এখানে ভালো, এখানে খারাপ।

গত মাসের শেষের দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে যায়। এ ছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছে। এসব বৈঠকে আলোচনার প্রধান বিষয় আগামী সংসদ নির্বাচন।

আরও পড়ুন