শান্ত মারিয়াম-হোংহো কনফুসিয়াস ক্লাসরুম ও বাংলাদেশ-চীন চিত্র প্রদর্শনীর উদ্বোধন

রাজধানীর উত্তরায় একটি কনভেনশন সেন্টারে বুধবার বিকেলে শান্ত মারিয়াম-হোংহো কনফুসিয়াস ক্লাসরুম এবং বাংলাদেশ ও চীনের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়
ছবি: সংগৃহীত

শান্ত মারিয়াম-হোংহো কনফুসিয়াস ক্লাসরুম এবং বাংলাদেশ ও চীনের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর উত্তরায় একটি কনভেনশন সেন্টারে বুধবার বিকেলে কনফুসিয়াস ক্লাসরুমের ফলক উন্মোচনের মধ্যে দিয়ে শুরু হয় দুই পর্বের অনুষ্ঠান। দ্বিতীয় পর্বে উদ্বোধন হয় চিত্র প্রদর্শনী।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও চীনের হোংহো বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক যৌথ প্রতিষ্ঠান শান্ত-মারিয়াম-হোংহো কনফুসিয়াস ক্লাসরুম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলামসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা।

চীন ও বাংলাদেশের নাগরিকদের বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় দুই দেশের শিক্ষা ও সাংস্কৃতি সংশ্লিষ্ট এ অনুষ্ঠান।