নতুন নকশায় সেজেছে প্রথম আলো ওয়েবসাইট

প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। এ প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথম আলো ওয়েবসাইট নতুন নকশায় সেজেছে। পাঠকের সামনে আরও বেশি খবর তুলে ধরতেই এ আয়োজন।

এবার দেখা যাক, নতুন ডিজাইন বা নকশায় কোথায় কী আছে।

শুরুতেই, লোগোর ঠিক ডান পাশে থাকছে বিশেষ ধরনের কিছু আধেয় বা কনটেন্ট। যেমন ছবি, ভিডিও, সরাসরি (লাইভ) ও সাক্ষাৎকার।

এরপর সহজে ও দ্রুত বিভিন্ন পেজ বা বিভাগ খুঁজে পাওয়ার জন্য ‘কুইক মেনু’ যুক্ত করা হয়েছে। এর ডানে–বাঁয়ে স্ক্রল করলে আরও কিছু মেনু দেখা যাবে। এর পাশেই আছে কোনো লেখা বা কনটেন্ট খুঁজে পাওয়ার ব্যবস্থা। আর যাঁরা ই–পেপার ও ইংরেজি সংস্করণে যেতে চান, সেটিও মেনুতে যুক্ত করা হয়েছে।

মন্তব্য করার জন্য পাঠককে লগইন করতে হয়। তাই মেনু বারের ডান পাশে লগইন বাটন যুক্ত করা হয়েছে। আর সবচেয়ে ডানে হ্যামবার্গার মেনুতে ক্লিক করলে সব মেনু একসঙ্গে দেখা যাবে। এখান থেকে পাঠক খুব সহজে প্রথম আলোর যেকোনো পেজে যেতে পারবেন।

এরপরই নির্বাচিত ২০টি খবর বা আধেয় দেখতে পাবেন। আগের নকশায় নির্বাচিত অংশে ১৩টি খবর দেখা যেত। সুতরাং এখন বেশি বেশি খবর পড়ার সুযোগ বাড়ল।

এর নিচে ‘আপনার জন্য’ নামে একটি সেকশন আছে। আপনি লগইন করা অবস্থায় থাকলে আপনার কাঙ্ক্ষিত খবর এখানে দেখানো হবে। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করা হচ্ছে। এটি এখনো পরীক্ষামূলক অবস্থায় আছে।

কোনো লেখায় ক্লিক করে পাঠকেরা খবরটি পড়তে পারেন। খবরটি পড়তে স্ক্রল করা শুরু করলে স্ক্রিনের বাঁ দিক থেকে একটি বার দেখতে পাওয়া যাবে। এতে লেখার ফন্ট বড়-ছোট করার ব্যবস্থা বা অপশন পাবেন। সেই সঙ্গে ফেসবুক, এক্সসহ (সাবেক টুইটার) অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি শেয়ার করার অপশন পাবেন। এ ছাড়া গুগল নিউজ চ্যানেলে প্রথম আলোকে ফলো করার অপশন পাবেন। আবার আপনি চাইলে এটি বন্ধ করে রাখতে পারেন।

খবরটি পড়ে কেমন লাগল, তা চারটি প্রতিক্রিয়া বাটনে ক্লিক করে একজন পাঠক জানাতে পারেন। আবার মন্তব্য লিখে মতামত জানানোর সুযোগ রয়েছে।

আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটারের জনপ্রিয় ব্রাউজারগুলো, যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, অ্যাপল সাফারি ব্রাউজারে এই ওয়েবসাইটে কোনো সমস্যা হবে না। তবে যেসব কারণে প্রথম আলো লোড হতে সমস্যা হতে পারে:

১) ব্রাউজারে অ্যাড ব্লকার ব্যবহার করলে। এটি ব্যবহারে আপনার ব্যক্তিগত গোপনীয়তাও ব্যাঘাত ঘটতে পারে।

২) ব্রাউজারের জুম ১০০ শতাংশের বেশি রাখলে

৩) কম্পিউটারের ডিসপ্লের সাইজ রিকমেন্ড করা রেজল্যুশন ও জুম কমবেশি করলে

বাংলাদেশ থেকে আরও পড়ুন