নামীদামি ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরি, কারখানা সিলগালা

এই কারখানায় নকল প্রসাধনী পণ্য তৈরি করা হচ্ছিল
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন গুলবাগ আবাসিক এলাকায় নকল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে অক্সিজেন মোড়ের ময়লার ডিপোসংলগ্ন আবাসিক এলাকায় কারখানাটিতে অভিযান চালানো হয়। পরে তা সিলগালা করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এ সময় বি কেয়ার বাংলাদেশ নামে প্রসাধনপণ্যের কারখানার ব্যবস্থাপক মো. খায়রুজ্জামানকে এক বছরের কারাদণ্ড প্রদান ও প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা জরিমানা করা হয়।

প্রতীক দত্ত বলেন, প্রতিষ্ঠানটি সব ধরনের নকল কসমেটিকস বানিয়ে বিক্রি করত। নামীদামি ব্র্যান্ডের এসব নকল পণ্য বিভিন্ন দোকানে সরবরাহ করা হতো। এ ছাড়া ‘বলবর্ধক’ ওষুধও তৈরি করা হতো এ কারখানায়।